২৭ এপ্রিল ২০১৯,
বিন্দুবাংলা টিভি. কম,
এনামূল কবির(মুন্না)দোয়ারাবাজার প্রতিনিধি::
সুনামগঞ্জ সরকারি কলেজের উপজেলা ভিত্তিক আঞ্চলিক সংগঠন হিসেবে দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন’র আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টায় সুনামগঞ্জ পুরাতন শিল্পকলা একাডেমিতে সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত দোয়ারাবাজার উপজেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত দোয়ারাবাজার উপজেলার শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে শিক্ষা, ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতা এই প্রতিপাদ্যে সর্বসম্মতিক্রমে আব্দুল সালাম মাহবুবকে আহবায়ক করে দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন আহবায়ক আব্দুস সালাম মাহবুব, যুগ্ম আহবায়ক শাকিল আহমদ ফয়সল, সাইফুল ইসলাম, আয়েশা আক্তার, মোঃ মহিম মিয়া, আব্দুল মুকিত আকাশ, আশিস রহমান, সদস্য শাখাওয়াত হোসাইন জুনায়েদ, মোঃ জুয়েল রাজ, আল-আমিন, তানিয়া আক্তার পলি, যোবায়ের মাহমুদ পাবেল, কবির হোসেন, মাহমুদা আক্তার সোমা, লিয়াকত আলী, তুহিন আহমেদ, কামরুল ইসলাম দুর্জয়, রুবেল আহমেদ, আব্দুর রহিম রাসেল, রুমেনা আক্তার, নউরীন তিথি।
সভায় আগামী তিনমাসের মধ্যে দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন এর পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)