২৮ এপ্রিল ২০১৯,
বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ফুলগাজী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিদ্যালয়ে অনপুস্থিত থাকায়,২৭ এপ্রিল শনিবার ওই ছাত্রীকে একদিন অনপুস্থিত থাকার অপরাধে শ্রেণীকক্ষে মোটা বেতদিয়ে পিটিয়ে তার হাতের একটি আঙ্গুল ভেঙ্গেপেলার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
ছাত্রীটির পারিবারিক সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার ওই ছাত্রীর বাড়ীতে পারিবারিক একটি অনুষ্ঠান থাকায় তার অভিবাবকগণ তাকে বিদ্যালয়ে আসতে দেয়নি।২৭ এপ্রিল শনিবার ছাত্রীটি বিদ্যালয়ে আসলে ওইদিন শ্রণীকক্ষে প্রথম ঘন্টায় রোলকল কালীন,বিদ্যালয়টির সহকারী শিক্ষক লোকমান হোসেন হাজিরা খাতায় বৃহস্পতিবার ছাত্রীটিকে অনপুস্থিত দেখতেপেয়ে,কেন অনপুস্থিত ছিলো সে বিষয় ছাত্রীটিকে কোন কারণ জিজ্ঞেস না করে,মোটা একটি বেতদিয়ে ওই ছাত্রীকে শ্রণীকক্ষে উপর্যুপরি পেটাতে থাকলে,ছাত্রীটি হাতদিয়ে শিক্ষকের বেত্রাঘাত ঠেকানোর চেষ্টাকালীন ছাত্রীটির বাম হাতের বৃদ্ধা আঙ্গুলটি ভেঙ্গেযায়।বেত্রাঘাতকালীন ছাত্রীটির আঙ্গুল ভেঙ্গেগেলে ব্যাথার চোটে তার আত্নচিৎকারে অফিসকক্ষ থেকে অন্য শিক্ষকরা ছুটে এসে তাকে উদ্ধারকরে, চিকিৎসার জন্য ছাত্রীটিকে ফেনী সদর হাসপাতালে নিয়েযান।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হোসেন,শ্রণী শিক্ষক লোকমান হোসেনের বেত্রাঘাতে ওই ছাত্রীর আঙ্গুল ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেন এবং ছাত্রীটিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন বলে জানান।এই ঘটনায় শিক্ষক লোকমান হোসেনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে,প্রধান শিক্ষক জানান,বিদ্যালয় পরিচালনা কমিটির সামনের মিটিংয়ে বিষয়টি তুলেধরা হবে তারা এই বিষয় যে, সিদ্ধান্ত দিবেন তাই কার্যকর করা হবে।