১৮ মে ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
মুন্সীগঞ্জ (গজারিয়া) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গজারিয়া স্টেশনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদশে আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ০৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো: সাজ্জাদ হোসাইন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।