১০ জুন ২০১৯ ,বিন্দুবাংলা টিভি. কম ,চান্দিনা প্রতিনিধি :
৭১র বীর মুক্তিযোদ্ধা ও চান্দিনা সোনালী ব্যাংকের সাবেক অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আব্দুল মোমেন সরকার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নাৃ.রাজিউন)।
শনিবার (৮ জুন) রাত সোয়া ১টায় রাজধানীর সিরাজ খালেদা মেমোরিয়াল আর্মি হাসপাতালের নিরব পর্যবেক্ষণ কক্ষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন চৌধুরী কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপূনী গ্রামের সন্তান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার বিকেল ২টায় তার নিজ বাড়ি সংলগ্ন মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, মাধাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. অহিদ উল্লাহ, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম ও এলাকার শুভাকাঙ্ক্ষী বৃন্ধ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।