১১ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট :
দেশের কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে ২৬ টাকা দরে আরও আড়াই লাখ টন ধান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ জুন, মঙ্গলবার খাদ্য ও কৃষি মন্ত্রণালয় যৌথ সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায়। এর আগে ২৬ টাকা দরে দেড় লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নেয় সরকার।
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের ১৪ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। এরপরও যদি ধানের দাম না বাড়ে, তাহলে ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি আরও ধান কিনবে সরকার।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।