• বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি আগামীকাল মেঘনায় দুটি ইউনিয়নে গণসংযোগ করবেন ড. মারুফ নারীরা শান্তিপ্রিয়, উচ্ছৃঙ্খলতা পছন্দ করে না বলেই জামায়াতকে বেছে নেয়: তাহের নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান সেনাপ্রধানের বিএনপি এত খারাপ হলে জামায়াতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি: তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে: ড. মোশাররফ হোয়াইট কালার অপরাধী চক্রের কাছে জিম্মি মেঘনা উপজেলাবাসী বৈষম্যমূলক নেতৃত্বে প্রান্তিক সমাজে রাজনীতির নগ্নতা প্রকাশ ঢাকা-৫ নবীউল্লাহ নবীর ব্যাপক গণসংযোগ, নির্ভার জয়ের সম্ভাবনা

মেঘনায় ডা.দীনেশ দেবনাথ বিএম ডিসির রেজিষ্ট্রেশন ভূক্ত : সিভিল সার্জন কুমিল্লা।

নিজস্ব সংবাদ দাতা / ২৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০১৯

১৫ জুন ২০১৯ , বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :    মেঘনার আলোচিত ডা. দীনেশচন্দ্র দেবনাথ বি এম ডিসির রেজিষ্ট্রেশন ভূক্ত ডাক্তার বললেন কুমিল্লার সিভিল সার্জন ডা.মো: মজিবুর রহমান। তিনি আজ মুঠোফোনে এই প্রতিবেদককে এ কথা,জানান।

তিনি বলেন দীনেশচন্দ্র দেবনাথ এর সকল কাগজ পত্র আমি যাচাই বাছাই করেছি উনার সার্টিফিকেট  এম বি বিএস এর  সমতুল্য  সে ক্ষেত্রে উনার সব সত্য তবে বাকী যে সব ডিগ্রি তিনি উল্লেখ করেন তা যেন আর উল্লেখ না করা হয় বলে দেওয়া হয়েছে।  এমন কি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কে বলেছি যেন পুণরায়  কাগজ চেক করে ধূম্রজাল পরিস্কার করার জন্য । এ দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো: শাহ আলম মোল্লা বলেন দীনেশচন্দ্র দেবনাথ কে বলা হয়েছে মূল সার্টিফিকেট সহ জমা দেওয়ার জন্য তিনি নির্দিষ্ট সময়ে জমা দেন নি এবং সিভিল সার্জন আপনাকে পুনরায় কাগজ দেখে ধূম্রজাল পরিস্কার করার জন্য বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন না এখনো কথা হয়নি। এ দিকে দীনেশচন্দ্র দেবনাথ এর নিকট বাড়তি ডিগ্রি ব্যবহার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এই গুলো সর্ট কোর্স করেছি। উল্লেখ্য সম্প্রতি   ডা. দীনেশচন্দ্র দেবনাথ এর বিরুদ্ধে মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের মৃত আ: মতিনের ছেলে  মো: সেলিম মিয়া  অভিযোগ    করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন