• শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার সাদ্দামসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার তারেক রহমানের প্রত্যাবর্তনে জনসমুদ্র—কনকনে শীত ভেদ করে ইতিহাস গড়ার অপেক্ষা সিডিএতে প্ল্যান অনুমোদনে ঘুস ও হয়রানির অভিযোগে দুদকের অভিযান একদিনে তিন জেলায় দুদকের অভিযান , ফাঁস অনিয়মের চিত্র ইগো: নীরব এক সামাজিক রোগ গ্রামে ডাক্তার পরিচয়ের আড়ালে বাড়ছে চিকিৎসা সংকট মেঘনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল সুদানে ড্রোন হামলায় শহীদ শান্তিরক্ষীদের জানাজা ভ্যাট–ট্যাক্স ফাঁকি ও প্রান্তিক পর্যায়ের প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রফেসর পরিচয়ের অপব্যবহার: নীরব অপরাধ কেন?

১৭ জুন ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

১৮ জুন ২০১৯ বিন্দুবাংলা টি.. কম,

সৈয়দ কামাল,ফেনী থেকেঃউপজেলা চেয়ারম্যান পদ নিয়ে মামলাগত জটিলতা সৃষ্টি হওয়ায় পিছিয়ে পড়া ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে,১৪ মার্চ ফেনী জেলা রির্টানিং অফিসারের দেওয়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ঘোষণাটি ২২ মে সুপ্রিম কোর্ট এর ঘোষিত রায়ে বহাল রেখে,১৭ জুন এই উপজেলাটিতে শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা এই দু’টি পদে ভোট গ্রহণের তারিখ ধার্য করে দেওয়া হয়।সে অনুযায়ী ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পুরুষ পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মিলে মোট পাঁছ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বীতা মূলক ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।বর্তমানে উপজেলার ৫০ টি ভোট কেন্দ্রে যে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে তা শুধুই ফর্মালিটি মাত্র।
১৬ জুন রাতে ফেনী জেলা ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের নীতিনির্ধারক পর্যায়ের নেতাদের মধ্যস্থতায় ওই রাতে ভাইস চেয়ারম্যান মহিলা পদে তিন প্রার্থীর মধ্যে বিবি জুলেখা শিল্পীকে দ্বিতীয় বারের মত পদটি ছেড়ে দিয়েছেন,প্রতিদ্বন্দ্বী অপর দুই প্রার্থী আরমিনা আইরিন ফেরদৌস ও নাছিমা আক্তার।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদারকে বহুপূর্বেই পদটি ছেড়ে দিয়ে, নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান পৌ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার না করে,শেষ মুহুর্তে এসে নির্বাচনী মাঠ ছেড়ে দেওয়ায় ১৭ জুন উপজেলাটিতে শুধুই ফর্মালিটির ভোট গ্রহণ চলবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন