১৯ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাল্যবিবাহের কুফল বিষয়ক সচেতনমূলক প্রশিক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে গজারিয়া উপজেলার মিলনায়তনে গজারিয়ার বিভিন্ন স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা হাসান সাদী‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শহিদুল্লাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার।
সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নিবার্হী কর্মকর্তা হাসান সাদী।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।