December 26, 2024, 12:41 am
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

বিরামপুরে সব্জি বোঝাই ট্রাক থেকে বিজিবির মাদক উদ্ধার।

২৩ জুন ২০১৯, বিন্দুবাংলা টি.কম, আল হেলাল চৌধুরী, দিনাজপুর :     ট্রাক ভর্তি সবজির ভেতর বস্তায় করে ফেন্সিডিল পাচার কালে ৯২০ বোতল ফেন্সিডিল ও ৮৪০ টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি’র কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা।

রাত এগারোটায় দিনাজপুরের বিরামপুর উপজেলা রেলগেট মোড় এলাকা থেকে এইগুলো জব্দ করা হয়।

কাটলা বিশেষ ক্যাম্পকমান্ডার শহিদুল ইসলাম জানান, জেলার হাকিমপুর উপজেলা থেকে একটি সবজি ভর্তি ট্রাকে করে ফেন্সিডিল আসছে এমন গোপন সংবাদের ভিক্তিতে বিরামপুর-হাকিমপুর সড়কে অভিযান চালানো হয়। এ সময় ঐ ট্রাকটিকে আটকের পর তল্লাশি করে ১৬ বস্তা পোটল(সবজি) এর মধ্যে বিশেষ ভাবে রাখা ৯২০ বোতল ফেন্সিডিল ও ৮৪০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

২৯ বিজিবি’র অধিনায়ক লে:কর্ণেল  শরিফুল আবেদ ফেন্সিডিলসহ নেশা জাতীয় ইনজেকশন আটকের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন,সীমান্তে আমাদের এই অভিযান অভ্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা