July 11, 2025, 8:29 am
সর্বশেষ:
তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি

ধর্ষণ বন্ধে গোমাতার পূজা!

২৪ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 

ভারতে বেশ কিছুদিন যাবত আশঙ্কাজনকভাবে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। যে কারণে ধর্ষণসহ সকল নিপীড়ন বন্ধে এরই মধ্যে গরু পূজা শুরু করেছেন দেশটির হায়দরাবাদ রাজ্যের সনাতন ধর্মাবলম্বী লোকজন। বিশ্লেষকদের দাবি, দেশটিতে বর্তমানে প্রতি ১৫ মিনিটে একজন করে শিশু যৌন হেনস্তার শিকার হচ্ছে। সম্প্রতি উত্তর প্রদেশে দুই মাস বয়সী একটি শিশুকে ধর্ষণের পর হত্যা এবং চার বছরের আরও একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার তীব্র প্রতিবাদ হলেও হচ্ছে না কোনো প্রতিকার।

যে কারণে ধর্ষণ ও নিপীড়নের মতো ঘটনা বন্ধে এরই মধ্যে ভিন্ন পথ অবলোপন করেছেন হায়দরাবাদের চিলকু বালাজি মন্দিরের পণ্ডিতেরা। তারা এর জন্য গরুর পূজা করা শুরু করেছেন। মন্দিরে থাকা পণ্ডিতদের দাবি, একমাত্র ভগবানই পারেন নারী জাতির ওপর হওয়া অত্যাচার, ধর্ষণ, খুনের ঘটনা বন্ধ করতে। গরু পূজার মাধ্যমে ভগবানের সাহায্য লাভ এবং এসব ঘটনা থামানো সম্ভব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলকু বালাজি মন্দিরের পণ্ডিত রঙ্গ রজন বলেছেন, ‌‘গোমাতাকে পূজা করার মাধ্যমে আমরা সমস্ত সমস্যার সমাধান করতে পারি। যে কারণে আমরা এরই মধ্যে গরু পূজা শুরু করে দিয়েছি। এই মন্দিরের চার পাশে তিনটে গরুকে প্রদক্ষিণ করিয়ে এই পূজার সমাপ্তি টানব। ভারতের শিক্ষা ব্যবস্থা অতি প্রাচীন। আগে ভারতে এ ধরনের ঘটনা কখনই ঘটত না। পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে মেলবন্ধনের কারণে এখন ভারতে এতো বেশি ধর্ষণ, খুনের মতো ঘটনা ঘটছে। এখন আমাদের শিশুরা একেবারেই সুরক্ষিত নয়। যে কারণে আমরা এই গরু পূজা শুরু করেছি। জাগরণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা