December 26, 2024, 4:43 am
সর্বশেষ:
কুমিল্লা মেঘনার বৈদ্ধনাথপুরে ঢাকা বনাম চট্রগ্রাম বিভাগ কুস্তি খেলা ৯ জানুয়ারি মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ!

নাসিরনগরে লক্ষ লক্ষ টাকা মূল্যের সরকারি মেরামতের যন্ত্র খাচ্ছে মাটি।

২৫ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
মোঃ আব্দুল হান্নান নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া) :জেলার নাসিরনগর উপজেলার কৃষি অধিদপ্তরের নামে সরকারি ভাবে কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত কয়েক লক্ষ টাকা মূল্যের ৬টি ধান কাটার (রিপার) যন্ত্র মাটি খেয়ে নষ্ট করছে। সরেজমিন কোয়াটারের ভিতরে গিয়ে দেখা গেছে একটি বাড়ি একটি খামার ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে খালি মাটে মাটিতে ও দুর্বা ঘাসের নিচে পড়ে রয়েছে নতুন এ ৬টি রিপার যন্ত্র। জানা গেছে কতর্ৃপক্ষের উদাসীনতা, কামখেয়ালীপনা, অযন্ত আর অবহেলায় মাটি খেয়ে নষ্ট করছে সরকারের লক্ষ লক্ষ টাকা মূল্যের এ যন্ত্র গুলোকে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর এ বিষয়ে অফিসে এস কথা বলতে হবে বলে ফোন কেটে দেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-পরিচালক মোঃ আবু নাসেরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে চাইলে, তিনি বলেন, যন্ত্রগুলো বিতরণের জন্য অনেক পূর্বেই তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। কেন বিতরণ করা হয়নি আমার জানা নেই। আমি এখনই কথা বলে ব্যবস্থা নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা