২৭ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
-
সরকারি সূত্রে খবর, বিহারের বেগুসরাই জেলায় বজ্রপাতে মারা গিয়েছেন ৪ জন। পূর্ণিয়া ও সহরসা জেলায় তিন জন করে মারা গিয়েছেন। শেহর ও নবাদা জেলায় একজন করে, মোট দু-জনের মৃত্যুর খবর এসেছে।
বুধবার বিহারের বিভিন্ন জেলায় বাজ পড়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনই মহিলা। মৃতদের তালিকায় দুই বালিকাও রয়েছে।
সরকারি সূত্রে বলা হয়, বিহারের বেগুসরাই জেলায় বজ্রপাতে মারা গিয়েছেন ৪ জন। পূর্ণিয়া ও সহরসা জেলায় তিন জন করে মারা গিয়েছেন। শেহর ও নবাদা জেলায় একজন করে, মোট দু-জনের মৃত্যুর খবর এসেছে।
মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে নীতীশ সরকার। ইনকিলাব