July 27, 2024, 12:54 am
সর্বশেষ:
মেঘনায় কোটাসংস্কার আন্দোলন ও ছাত্রলীগের হামলা, ইন্দ্বন কি ? মেঘনায় কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ  চেয়ারম্যান বাড়ির ঘাটে দৃষ্টিনন্দন ঘাটলা মেঘনায় নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিওবি ব্যাগ মেঘনায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে প্রশাসন, ক্ষতি গ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন স্ত্রীসহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা ডা. সাবরিনাসহ ৭ জনের নামে দুদকের মামলা কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর ৪ সপ্তাহের স্থিতাবস্থা

এক যুগ আগে নিখোঁজ সন্তান ভারত থেকে ফিরে এলেন মায়ের কোলে।

৩০ জুন ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : এক যুগ পূর্বে নিখোঁজ সন্তান টি ভারত থেকে ফিরে এলো মায়ের কোলে। ঘটনা টি কুমিল্লার মেঘনা উপজেলা লুটের ইউনিয়নের মোহাম্মদ পুর  গ্রামে ঘটে। ফিরে আসা যুবকের নাম শফিকুল ইসলাম ( মকবুল )। সে মোহাম্মদ পুর    গ্রামের  মুজিবুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়

 

প্রায় ১২বছর আগে  মকবুল নিখোঁজ হয়। বিভিন্ন মাধ্যমে শুনা     কিছু দুষ চক্র ব্যক্তিদের পাল্লায় পরে অবৈধ পথে কলকাতায় চলে যায়, সেখানে গিয়ে ঐ ব্যক্তিরা তাকে দিল্লি শহরে পাচার করে দেয়  । এর পর অনেক খুঁজাখুজি করে তার কোন হদিস না পেয়ে মুকবুলের পরিবার তার আশা ছেড়ে দেয়।   আকশ্মিক ২৯-০৬-২০১৯, রাতে তার এলাকায়, লুটেরচর ইউনিয়ন এসে তার বাড়ি খুঁজতে থাকে পরে এলাকার লোকজন তার সাথে কথা বলে চিনার পর তাকে তার বাড়িতে নিয়ে যায়। হারিয়ে যাওয়া সন্তান পেয়ে মায়ের বাধভাঙ্গা   আনন্দের জোয়ারে সবাই আনন্দিত। ছেলেটিকে দেখতে  মজিবুরের বাড়িতে উৎসুক  জনতার ভিড়। উল্লেখ্য      সে ১২ বছর ভারতের দিল্লিতে থাকার ফলে হিন্দি ভাষা বেশ আয়ত্তে নিয়ে আসছে। তাই এখন সে বাংলার চেয়ে হিন্দিতে কথাই বেশী বলে,,, বাংলায় কথা বলতে একটু আধটু সমস্যা হয়। মুকবুল ও নিজের মায়ের কোলে আসতে পেরে খুবই আনন্দিত। সে সকলের নিকট দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা