১৭ জুলাই ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর জায়লস্কর ৪ ব্যাটালিয় বিজিবি’র জোয়ানরা চাকা-চট্রগ্রাম মহাসড়কে ফেনী অংশে পল্লী বিদ্যুৎ ফেনী জেলা জোনাল অফিসের সামনে অভিযান চালিয়ে,অবৈধ পন্থায় কাঠ প্রাচারকালীন সময় কাঠভর্তি একটি মিনি ট্রাক আটক করেন।
ফেনীর জায়লস্কর ৪ ব্যাটালিয়ন বিজিবি’র পরিচালক লেঃকর্ণেল মোঃনাহিদুজ্জামান (বিজিবিএম,পিবিজিএম) জানান,বিজিবি’র অভিযানে আটককৃত ওই মিনি ট্রাকে ৪৮.৬৯ ঘনফুট কাঠ ছিল যার বাজার মূল্য প্রায় ১৬,৩৯,৪১৫ (ষোল লক্ষ উনচল্লিশ হাজার চারশত পনের) টাকা।
আটককৃত কাঠসহ কাঠভর্তি ট্রাকটি ফেনী সামাজিক বন বিভাগে জমা দেন ফেনীর ৪ ব্যাটালিয়ন বিজিবি।