মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকা থেকে প্রধান মন্ত্রী ও তার পুত্র সজীব ওয়াজেদের ছবি বিকৃতি করার অপরাধে এক যুবক কে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। আটক কৃত যুবক ভবেরচর কলেজ রোড বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে আলাউদ্দিন প্রধান (৩০)। শুক্রবার দুপুরে আলাউদ্দিন প্রধানের নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে থানা পুলিশ। গজারিয়া থানা তদন্ত ওসি মো: মামুন জানান প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পুত্র, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের ছবি বিকৃতি করে আলাউদ্দিন আলাউদ্দিন নামে তার নিজের ফেইজবুক আইডিতে শেয়ার করার অপরাধে তাকে গ্রেফতার করেছে। গজারিয়া থানা পুলিশ। তিনি আরও জানান প্রধানমন্ত্রী ও সজীব ওয়াজেদের ছবি বিকৃতি করে ফেসবুকে শেয়ার দেয়ার বিষয়ে আলাউদ্দিন প্রধান কে আটক করেছি । তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। জানাযায় আলাউদ্দিন বিডি নিউজ নামে একটি পেইজ থেকে গতকাল রাতে এই ছবিটি শেয়ার করে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।