January 2, 2025, 6:31 pm
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

ছাগলনাইয়ায় ১১০ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২২ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী থেকেঃমাদকের জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষে ফেনীর ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ এর অব্যাহত অভিযানের অংশ হিসেবে ২২ জুলাই ভোরে ছাগলনাইয়া-ফেনী সড়কে ইয়াবা প্রাচারের গোপন একটি সংবাদ পেয়ে,ওসি মেজবাহ্ উদ্দিন তাৎক্ষণিক থানার এসআই মোঃআরিফুর রহমান, এএসআই আলী হোসেন,এএসআই মোঃনুর আল আহসান ও এএসআই রমেন মজুমদারকে সাথে নিয়ে, ছাগলনাইয়া-ফেনী সড়কের চাঁনপুর ব্রীজের উপর অবস্থান নিলে এই সময় ফেনী থেকে ছেড়ে আসা ছাগলনাইয়া অভিমুখী যাত্রীবাহি একটি সিএনজি ব্রীজের কাছাকাছি আসামাত্র পুলিশের উপস্থিতি দেখে,সিএনজি অটোরিক্সাতে থাকা এক যাত্রী চলন্ত সিএনজি থেকে লাফদিয়ে নেমে দৌড়ে পালানো পালানোকালীন,পুলিশ তার পিছু নিয়ে দৌড়ীয়ে ধরে তাকে আটক করেন।আটক পরবর্তী ধৃত আসামীর দেহ তল্লাসী করে পুলিশ তার কাছথেকে ১১০ পিছ ইয়াবা উদ্ধার করেন।
গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীকে থানায় এনে জিজ্ঞাসাবাদকালীন জানাযায়,সে পাশ্ববর্তী ফুলগাজী উপজেলাধীন আমজাদ হাট ইউনিয়নস্থ দক্ষিণ তারাকুচা গ্রামের,আবুল কালাম চৌধুরীর পুত্র,মোঃআব্দুল করিম চৌধুরী (৩৫)।জানাযায় ইয়াবা ব্যবসায়ী করিম দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন উপজেলায় থাকা খুছরা ইয়াবা বিক্রেতাদেরকে পাইকারে ইয়াবা সাপ্লাই দিতো।করিম দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও এই প্রথম সে ছাগলনাইয়া থানার ওসি মেজবাহ্ উদ্দিনের হাতে গ্রেপ্তার হল।
১১০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃআব্দুল করিম চৌধুরীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদক আইনে নিয়মিত একটি মামলা রুজু করাসহ তাকে ফেনী কোর্টে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন,ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা