২৯ জুলাই ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, দাউদকান্দি সংবাদদাতা :
চলে গেলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ্যাডঃ শফিউল বষর ভান্ডারী। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে আজ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্ল-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল(অবঃ) সুবিদ আলী ভূইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।