সৈয়দ কামাল,ফেনী থেকেঃফেনীর ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ এর কঠোর নির্দেশনায় থানায় কর্মরত অফিসারদের
অব্যাহত চালিয়ে যাওয়া অভিযানের অংশ হিসেবে,৩১ জুলাই গভীররাতের অভিযানে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত ২ আসামী গ্রেপ্তার হয়েছে।
থানাধীন শুভপুর ইউনিয়নের দক্ষিণ বল্লবপুর এলাকায় থানার এএসআই মোঃআমজাদ হোসেন,এএসআই মোঃমাহবুব সরোয়ার ও এএসআই মোঃ মোশারফ হোসেন রাতের প্রথম অভিযানে ওই এলাকার মৃতঃলকিয়ত উল্যাহ’র পুত্র,দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃনুরে আলমকে গ্রেপ্তার করেন।
একই ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামে,থানার এএসআই মোঃমতিউর রহমান ও এএসআই মোঃফিরোজ আলম রাতে অপর একটি অভিযান চালিয়ে,ওই গ্রামের মৃতঃসুরুজ মিয়ার পুত্র,দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামী মোঃআবু ইউছুপ ওরফে হারুনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত ২ আসামীকে ০১ সেপ্টেম্বর ফেনী আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন,ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ।