খাগড়াছড়ি,প্রতিনিধি:ডেঙ্গু প্রতিরোধে ও নির্মূলে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে ৫/৮/২০১৯ইং তারিখ সোমবার সকাল ১০ঘটিকার সময় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র্যালীসহ নানা কর্মসূচির আয়োজন
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ডেঙ্গু নিয়ে ভয় নয়-পরিচ্ছন্নতায় সচেতনতায় ডেঙ্গু জয়’ এ স্লোগান নিয়ে ডেঙ্গু প্রতিরোধে ও নির্মূলে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মাটিরাঙ্গা পৌরসভার সহযোগিতায় বর্ণাঢ্য র্যালীসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচির অংশ হিসেবে ময়লা আবর্জনা পরিস্কার, হ্যান্ড স্প্রে মেশিন ব্যবহার করে ঔষধ ছিটানো হয়। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন, মাটিরাঙ্গা পৌরসভা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী সহ সকল সংগঠনও জন প্রতিনিধি এই
কর্মসূচিতে অংশগ্রহণ করে। এ সময় মাটিরাঙ্গা বাজার, প্রধান প্রধান সডক
উপজেলা পরিষদের পাশের রাস্তা, পৌরসভার নালাসমূহ পরিস্কার করা হয় এবং হ্যান্ড স্প্রে মেশিন ব্যবহার করে মশা মারার ঔষধ ছিটানো হয়। পুরো অভিযানটি সমন্বয় করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বিভীষণ কান্তি দাশ। এসময় আরো উপস্থিত চিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র জনাব মোঃ শামসুল হক, মাটিরাঙ্গা থানার অফিসার- ইন-চার্জ জনাব মোঃ সামসুদ্দিন ভূঁইয়া, আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কাউন্সিলরবৃন্দ ব্যবসায়ী কমিটির সভাপতি জনাব আবুল হাসেম ভূইয়া সহ সকল ব্যবসায়ি সহ উক্ত র্যালীসহ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।