January 5, 2025, 1:27 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

ফুলবাড়ীতে সাংবাদিকদের সাথে বিজিবি’র মত বিনিময়

৯ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের আমন্ত্রনে অধিনায়ক লে.কর্নেল শরীফ উল্লাহ আবেদ এর সভাপতিত্বে, বিজিবি সদর দপ্তরে ফুলবাড়ী,পাবর্তীপুর,বিরামপুর ৩ (তিন) উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

২৯ বিজিবি অধিনায়ক লে.কর্নেল শরীফ উল্লাহ আবেদ বলেন, সীমান্তে ৭৮কিলোমিটারের মধ্যে ১৬টি বিওপি এবং ২টি বিশেষ ক্যাম্পসহ মোট ১৮টি বিওপি ও ক্যাম্পের সমন্বয়ে ২৯বিজিবি ব্যাটালিয়র। সীমান্তে নিয়মিত চেরাচালান,মাদক,অবৈধ অনুপ্রবেশ,নারী,শিশু,এবং মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা মূলক সভার মধ্যে দিয়ে এলাকার জনসাধারনকে প্রহসনা প্রদান করে । তাই অপরাধকে শুণ্যের কোঠায় আনতে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা প্রয়োজন। ২০১৮ থেকে ২০১৯ সনের চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ১০ কোটি ৮৪ লক্ষ ৩৭ হাজার ৬ শত ৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।

এসময় ২৯ বিজিবি অতিরিক্ত পরিচালক মেজর. এম আবু তাহের, সহকারী পরিচালক সাইদুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সীমান্তের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টিভি দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ হারুন-উর-রশীদ, সাধারন সম্পাদক ও ইনকিলাব পত্রিকার প্রতিনিধি প্রভাষক আবু শহীদ, প্রচার সম্পাদক ও সিএনএন বাংলা টিভি দক্ষিণ দিনাজপুর প্রতিনিধি আল হেলাল চৌধুরী, বিরামপুর রিপোর্টাস ইউনিটের সভাপতি যুগান্তর প্রতিনিধি মশিহুর রহমান, প্রথম আলো প্রতিনিধি এ,এস. এম আলমগীর হোসেন, উপজেলা অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও মাইনিং সিটি‘র প্রকাশন খাজানুর  লিমন হায়দার, সাপ্তাহিক ফুলবাড়ী বার্তার সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক দেশ‘মা পত্রিকার সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, সাংবাদিক আনোয়ার সাদ্দাত, ফিজারুল ইসলাম ভুট্টু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা