November 23, 2024, 2:47 pm

২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গুরোগী ১৬১৫

১৯ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

 

ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশজুড়ে ১ হাজার ৬১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে ৮৫৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে- ঢাকা বিভাগে ২১৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫২ জন, খুলনা বিভাগে ১৪৫ জন, রংপুর বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ৯৫ জন, বরিশাল বিভাগে ১৫৫ জন, সিলেট বিভাগে ১৫ জন ও ময়মনসিংহ বিভাগে ৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরাধীন হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, নতুন আক্রান্তদের নিয়ে এ বছর (১৯ আগস্ট পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ৫৪ হাজার ৭৯৭ জনে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৭৩৩ জন। ঢাকার বাইরে ৩,৩১৪ জন স্থানীয় সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

সরকারি হিসাবে- ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪০ জন। এর মধ্যে ঢাকার ভেতর সরকারি হাসপাতালে ৬ জন, বেসরকারি হাসপাতালে ৩৩ জন এবং ঢাকার বাইরে একজন।

যদিও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী- মৃতের সংখ্যা ১০০র বেশি।

জাগরণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা