• সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
যাত্রী বেশে ট্রলারে উঠে অপহরণকারীরা, দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি — পরে মিলল লাশ গজারিয়ায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবতী এভারকেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম হোমনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমা হকের বহিস্কারাদেশ প্রত্যাহার গ্রামীণ জনপদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গ্রাম পুলিশ বাহিনীর সুবিধা ও জবাবদিহি বাড়াতে হবে আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে দুদকের গণশুনানি অনুষ্ঠিত ক্ষমতা বা আসন ভাগাভাগির ভিত্তিতে সমঝোতায় যাবে না এনসিপি : নাহিদ ইসলাম নির্বাচনের আগে আইনশৃঙ্খলা খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাটিরাঙ্গা পৌরসভায় মশক নিধন অভিযান চালালেন ‘ছয় কাউন্সিলর’

নিজস্ব সংবাদ দাতা / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

২৬ আগস্ট ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, সোহাগ মজুমদা,

খাগড়াছড়ি প্রতিনিধি :

মাটিরাঙ্গা পৌরসভায় যখন মশক নিধন অভিযান মুখ থুবড়ে পড়েছে। সর্বত্র ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঠিক তখনই মাটিরাঙ্গা পৌরসভায় মশক নিধনে এগিয়ে এসেছেন মাটিরাঙ্গা পৌরসভার ছয় কাউন্সিলর। মশক নিধনে মাটিাঙ্গা পৌরসভার ছয় কাউন্সিলরের সহায়তায় হাত বাড়ান খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম।

খাগড়াছড়ি পৌরসভার সহযোগিতায় সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাটিরাঙ্গা মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরী ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের অংশ হিসেবে মাটিরাঙ্গা পৌর সদরে অবস্থিত মাটিরাঙ্গা উপজেলা পরিষদ, মাটিরাঙ্গা থানা এলাকা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজার এলাকার ড্রেনসহ বিভিন্ন নালা-নর্দমায় জমে থাকা পানিতে মশক নিধন ঔষধ ছিটানো হয়।

এসময় মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ, মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম ভূইয়া, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা পৌরসভায় মশক নিধন অভিযান পরিচালনায় প্রয়োজনীয় সরঞ্জাম ওলোকবল দিয়ে সহযোগিতার জন্য খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলমমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ বলেন, এখানকার মানুষ যখন ডেঙ্গ মশার আতঙ্কে ভুগছে তখন তিনিই মশক নিধনে আমাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেন।

সারাদেশে ডেঙ্গ প্রতিরোধে দেশব্যাপী মশক নিধন পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করলেও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক সে উদ্যোগ গ্রহণ করেনি জানিয়ে মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন বলেন, এনিয়ে আমাদেরকে পৌরসভার সাধারন জনগনের প্রশ্নে মুখে পড়তে হচ্ছে। তাই খাগড়াছড়ি পৌরসভার মেয়রের সহযোগিতায় আমরা মাটিরাঙ্গা পৌরসভার আতঙ্কিত জনগনের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করেছি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন