২৭ আগস্ট ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, শহিদুল ইসলাম কাজল, জামালপুর : জামালপুরের ইসলামপুরে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ ১০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু’র সভাপতিত্বে ঢেউটিন ও চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশানার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী, বেলগাছা ইউপি’র চেয়ারম্যান আব্দুল মালেক,উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম। এ সময় উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল গ্রামের নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারের মাঝে ২বান্ডিল ঢেউটিন ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।