July 10, 2025, 10:57 am
সর্বশেষ:
মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী

ফেনী ও ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজা উদ্ধার মহিলাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

৮ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনী জেলা গোয়েন্দা পুলিশ ও ছাগলনাইয়া থানা পুলিশ পৃথক দু’টি অভিযান চালিয়ে গাঁজা বহনকালে মহিলা মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে,ডিবি ও থানা পুলিশ।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃমনিরুজ্জামান ও এএসআই মোঃমাসুদ রানার নেতৃত্বে জেলা ডিবি পুলিশের একটি টহল টিম ৭ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে ফেনী জেলা শহরের টেকনিক্যাল সড়কে বিশেষ অভিযান চালিয়ে,গাঁজা বহনকালে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেন।ডিবি পুলিশের হাতে আটককৃত ওই ২ মাদক ব্যবসায়ীর বাড়ী জেলাধীন ফুলগাজী উপজেলায়।তারা ২ জনই ওই উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী।তাদের একজন ওই গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র,আব্দুল হালিম প্রকাশ জামশেদ (৩৫) ও অপরজন মৃতঃআফজালুর রহমানের পুত্র,মোঃআব্দুল প্রকাশ রানা।
ডিবির হাতে আটক হওয়া ২ মাদক ব্যবসায়ীকে তাদের কাছথেকে উদ্ধারকরা গাঁজাসহ ফেনী মডেল থানায় সোপর্দ করে,তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন,ফেনী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) রনজিৎ বড়ুয়া।
একইদিন ছাগলনাইয়া থানার এসআই মোঃআলমগীর হোসেন-২ এএসআই দেলোয়ার হোসেন ও এএসআই জাহাঙ্গীর আলম থানাধীন ৮ নং রাঁধানগর ইউনিয়নের দক্ষিণ কুহুমা এলাকায় অভিযান চালিয়ে,১ কেজি গাঁজাসহ পাঠাননগর ইউনিয়নের পাঠানগড় গ্রামের,আবদুল কাদেরের স্ত্রী,মহিলা মাদক ব্যবসায়ী রুনা আক্তার (৩০) কে আটক করেন।
রুনা আক্তারকে আটকসহ তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় মাদক আইনে মামলা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন,ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) আদিল মাহমুদ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা