January 10, 2025, 11:29 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

নিরাপত্তারক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার, সমালোচনার মুখে আলিয়া

২০ সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

নিরাপত্তারক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করায় এবার স্যোশাল মিডিয়ায় সামলোচনার মুখে পড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। নিরাপত্তারক্ষীদের উপর চেঁচিয়ে উঠে আলিয়া বলেন, আগে যান আপনারা, যান না।

সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় দেখা যায় আলিয়া ভাটকে। যেখানে গাড়ি থেকে নেমে আলিয়াকে নিরাপত্তা দেওয়ার তোড়জোড় করছিলেন তার রক্ষীরা। পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ থেকে আলিয়াকে দূরে রাখার জন্যই তারা তাকে ঘিরে হেঁটে আসছিলেন। কিন্তু আচমকাই তাদের উপর চেঁচিয়ে ওঠেন অভিনেত্রী।

নিরাপত্তারক্ষীদেরকে আলিয়া তার আগে আগে যাওয়ার জন্য বার বার বলতে থাকেন। এক পর্যায়ে চীৎকার করে উঠে তাদেরকে আগে যেতে বলেন অভিনেত্রী। আলিয়ার এ ব্যবহারেই বিরক্ত হয়েছেন তার ভক্তদের একাংশ।

আলিয়কে নিরাপত্তা দেওয়ার কাজই করছিলেন রক্ষীরা, তাহলে তাদের উপর কেনো চিৎকার করলেন অভিনেত্রী? নিরাপত্তারক্ষীদের সম্মান দিতে শিখুন। তাদের উপর অযথা চিৎকার করবেন না বলে আলিয়াকে পরামর্শ দেন অনেকে। আবার অনেকেই আলিয়ার দুর্ব্যবহারের জন্য তাকে কটাক্ষ করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা