২৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি এ প্রতিপাদ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধের ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের ভিডিও ডকুমেন্টারি তৈরি উপলক্ষে আলোচনা ও মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মজিবর রহমান প্রমুখ। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।