July 8, 2025, 3:58 am
সর্বশেষ:
মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী নৌকার পক্ষে প্রচারণায় বিএনপি নেতার ভিডিও ভাইরাল : বিব্রত মেঘনা বিএনপি জুলাইয়ে গণতন্ত্রের ডাক, এখন কেন ‘মার্কা’ তান্ত্রিক পদ্ধতির খোঁজ? মেঘনায় মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া পরিচয়ে চাকরি? আইনের পথেই হোক সমাধান

হামদুল্লাহ আল মেহদীর লেবার পার্টির ছাত্র সংগঠন ছাত্রমিশন সভাপতি সহ কেন্দ্রীয় ২১ নেতার পদত্যাগ

খন্দকার আলমগীর হোসাইন ঃ ফ্রন্ট শরিক দল হামদুল্লাহ আল মেহেদী ও আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বাধিন বাংলাদেশ লেবার পার্টি’র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি হাফেজ মু. ইমরান, সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক ইউসুফ আহমেদ সহ কেন্দ্রীয় ২১ নেতা সংগঠন থেকে পদত্যাগ করেছেন।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিন, বরিশাল, চট্রগ্রাম, সিলেট ও রংপুর মহানগরের সভাপতি, সাধারান সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ একাধিক নেতৃবৃন্দ পদত্যাগ করেছেন বলে জানা যায়।

পদত্যাগকারী হাফেজ মু. ইমরান পদত্যাগের কারণ হিসাবে বলেন, লেবার পার্টি গঠনতন্ত্রের দোহাই দিয়ে জিম্মি স্টাইলে ছাত্রনেতাদের পরিচালনার প্রতিবাদ হিসেবেই নেতৃবৃন্দ পদত্যাগের সিদ্ধান্ত গ্রহন করেন।

হাফেজ মু. ইমরানের নেতৃত্বে, নেতৃবৃন্দ খুব শীর্ঘই বৃহৎ কোন ছাত্র সংগঠনে যোগদান করতে পারে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা