August 2, 2025, 2:23 am
সর্বশেষ:
ইসিকে ধন্যবাদ জানিয়ে মেঘনায় বিএনপির সভা মেঘনায় এলজিইডির উদ্যোগে ৯টি নতুন ব্রীজ ও ৩৪ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্প সয়েল টেস্ট সম্পন্ন, দ্রুত শুরু হচ্ছে নির্মাণ কাজ ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ৬০ প্রকল্পের শত ঠিকাদার, টাকা তুলে নিয়ে উধাও গারদ খানার মতো মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস পরিবেশ স্বাস্থ্যসম্মত না হওয়ায় জনদুর্ভোগ চরমে দেশে নৈরাজ্যের আশঙ্কা এসবির, সব জেলায় সতর্কবার্তা সত্যের কলম রক্তাক্ত: মেঘনায় সাংবাদিক নিপীড়নের শ্বাসরুদ্ধ পরিবেশ জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিলের রায় বহাল The Guardian of Democracy — Tarique Rahman

আগামি সপ্তাহ থেকে সড়ক আইন কার্যকর হবে

৪ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

আগামি সপ্তাহ থেকে সদ্য পাশ হওয়া সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। আজ আইনটি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, এর আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করছে ডিএমপি। মানুষকে সচেতন করা হচ্ছে। প্রচারণা চালানো হচ্ছে। লিফলেট বিতরন করা হচ্ছে। ট্রাফিক পুলিশকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আইনের বই সংগ্রহের নির্দেশ দেয়া হয়েছে।

ধারণা পেলেই আইন বাস্তবায়ন শুরু হবে।

শফিকুল ইসলাম বলেন, এ আইনে সাজার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। সাজার ভয়ে আইন মানবে মানুষ। চালকদের পয়েন্ট সিস্টেম রাখা হয়েছে। যাত্রীদের ড্রাইভারদের প্রশিক্ষণ এর ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, আইন বাস্তবায়ন শুরু হলে ট্রাফিক শৃঙ্খলা ফিরে আসবে। তার মামলা সার্ভারে জমা হবে। আইন প্রয়োগের ক্ষেত্রে শক্ত থাকবে ট্রাফিক পুলিশ। ট্রাফিকের কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রথমবার কেউ অমান্য করলে অল্প পরিমাণ জরিমানা করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, তবে পরের বার তাকে আর ছাড় দেয়া হবে না। মামলা করার সঙ্গে সঙ্গে তাকে লিফলেট দেয়া হবে।

তিনি আরও বলেন, কেউ অবৈধভাবে সুবিধা নিতে চাইলে, মামলার ভয় দেখিয়ে কেউ টাকা নিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা