১৯ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
রিপোর্ট মাহফুজুল রহমান জাহীদ ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১০টায় সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা শেষে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ আরও অনেকে।
গত মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রধানমন্ত্রীর সামরিক সচিব। সকালে তার জানাজা অনুষ্ঠিত হয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে। জানাজা শেষে মরদেহে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানান তিন বাহিনী প্রধান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পুলিশ মহাপরিদর্শক ও অন্যান্যরা।
এ সময় সামরিক সচিবের সহকর্মীরা তার স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একজন সৎ-নীতিনিষ্ঠ কর্মকর্তাকে হারালো। বিকেলে চট্টগ্রামের লোহাগড়ায় তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।