৭ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান
: মুন্সীগঞ্জের গজারিয়া থানার নবাগত অফিসার ইনর্চাজ ইকবাল হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় গজারিয়া থানা চত্বরে এক আলোচনা সভার মাধ্যমে তাকে সংবর্ধনা দেয়া হয়। একইসঙ্গে বদলী জনিত কারণে বিদায়ী ওসি হারুন অর রশিদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা উপলক্ষে গজারিয়া থানা পুলিশ ও সুশীল সমাজের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সার্কেল খন্দকার আশফাকুজ্জামান।
গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুন আল রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, উপজেলা আ’লীগের সভাপতি সোলাইমান দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতিক) রফিকুল ইসলাম, তানেছ উদ্দিন আহমেদ, থানা কমিউনিটি পুলিশের সভাপতি নাছির উদ্দিন মিয়াজী,বাউশিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান , ইমামপুর ইউপি চেয়ারম্যান মুনসুর আহম্মেদ জিন্নাহ খান, গজারিয়া ইউপি চেয়ারম্যান আবু তালব, হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজি,বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন ঠাকুর, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-আমিন প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রুবেল, উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃরাসহ সুশীল সমাজ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।