১৭ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে। আজ মঙ্গলবার এ উপলক্ষে মেঘনা উপজেলা পরিষদ ও প্রশাসন সহ সর্বস্তরের জনগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম। উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়,মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মুজিবুর রহমান মুজিব।
স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা জেলা উত্তরের যুগ্ম আহবায়ক আবুল কাশেম ইতালি।
উপজেলা যুবলীগের সদস্য সচিব গাজী দেলোয়ার হোসেন মাস্টার সহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ও নেতৃবৃন্দ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।