January 11, 2025, 11:01 pm
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

করোনায় মেঘনায় বসছে সাপ্তাহিক হাট

২৩ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার :

প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে বারবার গণজমায়েত থেকে দূরে থাকার কথা বলা হলেও সরকারি এই নির্দেশনা অমান্য করে কুমিল্লার মেঘনা উপজেলায় বসেছে সাপ্তাহিক হাট।উপজেলার সব চেয়ে বড় হাট মানিকার চর বাজার সপ্তাহে সোম ও বৃহস্পতিবার বসে এ হাট। করোনা প্রতিরোধের নিয়ম না জানা গ্রাম থেকে আসা এসব মানুষের জমায়েতে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। এতে উদ্বিগ্ন সচেতন মহল। এ নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের লক ডাউনের নির্দেশ না থাকায় বন্ধ করা যাচ্ছেনা বাজার তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ছাড়া বন্ধ রাখা ও যতটুকু সম্ভব গণ জমায়েত না করা, মুল্য না বাড়াতে নিয়মিত বাজার মনিটরিং চলছে জানালেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবির কুমার রায় । করোনা ভাইরাস ছড়ানোর কারণ, প্রতিকার ও তার প্রতিরোধের উপায় জানিয়ে উপজেলা জুড়ে চলছে প্রচার প্রচারণা। উপজেলা চেয়ারম্যান , ইউ এন ও, ওসি সহ বার বার সরেজমি, ফেসবুকে গণ জমায়েত না করার অনুরোধ করলেও বন্ধ হচ্ছেনা, বসছে বাজার, এ দিকে বাংলাদেশ দোকান মালিক সমিতি মার্কেট বন্ধ ঘোষণা দিলেও মানিকার চরের বাজারের মার্কেট গুলো খোলা। বিভিন্ন গ্রাম- থেকে এসেছেন অসচেতন হাজার হাজার মানুষ। বিশাল হাটে ক্রেতা-বিক্রেতার ভিড়, ধুলো-ময়লা ও গাদাগাদি অবস্থায় চলছে বেচাকেনা ।

হাঁচি-কাশি, থুতু ফেলা, হাত মেলানা, জড়িয়ে ধরাসহ বন্ধ নেই সংস্পর্শে আসার কোন কিছুই। এতে ঝুঁকি বাড়াচ্ছে করোনার সংক্রমণের। তবে ঝুঁকিপূর্ণ জেনেও জীবিকার তাগিদেই এসেছেন বলছেন ব্যবসায়ীরা।
ক্রেতা ও বিক্রেতারা বলেন, আমরা গরীব মানুষ। আমরা আসছি পেটের দায়ে। আমাদের কিস্তি আছে। হাটে না আসলে আমাদের আয় হবে না।

বিশাল এ জমায়েত ও করোনা ছড়ানোর ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে উদ্বিগ্ন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা