৩০ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া
: গজারিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে সোহরাব হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বাউশিয়া ইউনিয়নে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এ নিয়ে গ্রামের প্রতিবেশীদের মধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাসলিমা আক্তার জানান, রবিবার দিবাগত গভীর রাত ২টা ৫৫ মিনিটে জ্বর নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় শিশু সোহরাব।
তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। পরে ঢাকায় নেওয়ার পথে ওই শিশু মারা যায়। শিশু মৃত্যুর খবরে উপজেলায় করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মুন্সিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, গজারিয়া উপজেলা এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি মহল গুজব ছড়াচ্ছে । ১২ বছরের শিশুর জ্বর ও ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তার করোনা উপসর্গ পরিলক্ষিত হিসেবে শ্বাসকষ্ট ছিলনা, তার পরেও আইইডিসিআর এর সাথে কথা হয়েছে তারাও নিশ্চিত হয়েছে ওই শিশুটির করোনা ভাইরাস এর উপসর্গ ছিলনা ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।