৩১ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,এম এইচ বিপ্লব সিকদার :
সাংবাদিক সাগর চৌধুরীর উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। ডিইউজে’র দপ্তর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান। ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ডিইউজের সদস্য ও ডব্লিউনিউজ.কমের সম্পাদক সাগর চৌধুরী ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার নিজ বাড়িতে অবস্থানকালে তার উপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে। এতে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তাকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সাংবাদিকদের উপর এ ধরনের হামলা দুঃখজনক। বিচারহীনতার কারণেই সাংবাদিকদের উপর একের পর এক এ ধরনের হামলা করা হচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।