১ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্কঃ সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর হচ্ছে সেনাবাহিনী
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দুরত্ব এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে কঠোর হচ্ছে সেনাবাহিনী।
সরকারে প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার থেকে কাজ করবে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, গত ২৪শে মার্চ বিভাগীয় ও জেলা প্রশাসনকে সহযোগিতা করতে মাঠে নামে সেনাবাহিনী। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সেনা সদস্যদের মোতায়েন করা হয়। এ সময়, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং গণজমায়েত ঠেকাতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করে সেনা সদস্যরা।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।