November 22, 2024, 4:27 am

করোনা মোকাবেলায় মেডিকেল টেকনোলজিস্টদের বন্ধ হওয়া নিয়োগ দেওয়া জরুরি

১৫ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
এস এম রাজু আহমেদ:

বৈশ্বিক মহামারী করোনা ভইরাসের সেম্পল কালেকশন থেকে শুরু করে সেগুলো পরীক্ষা নিরীক্ষা যারা করেন তাদের নিয়োগ প্রায় এক যূগ ধরে বন্ধ।WHO যেখানে বলছে টেস্ট টেস্ট টেস্ট সেখানে বাংলাদেশে এর বিপরীত চিত্র।দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাবে ধীর গতিতে চলছে করোনার সেম্পল পরীক্ষা নিরীক্ষা করা।এছাড়াও অভিযোগ রয়েছে যে গত এক দশকে আমাদের কিংবদন্তী জননেত্রীর নেতৃত্বে কয়েক হাজার ডাক্তার ও নার্সদের নিয়োগ হলেও টেকনোলজিস্টদের প্রতি সংশ্লিষ্ট কর্তারা উদাসীনতার পরিচয় দিয়েছেন এবং সরকারি ভাবে তাদের পদবী মেডিকেল টেকনোলজিস্ট হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাগন এমনকি সর্বোচ্চ পর্যায়ের নীতিনির্ধারকগণও তাদের টেকনিশিয়ান বলে সম্বোধন করেন যা তাদের মাঝে ক্ষোভ সৃষ্টি করেছে যার ফলশ্রুতিতে মেডিকেল টেকনোলজিস্টগন অবহেলিত হচ্ছে বলেই অভিযোগ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন মেডিকেল টেকনোলজিস্ট বলেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউ এইচ ও) যেখানে ডাক্তার:নার্স:টেকনোলজিস্ট =১:৩:৫ অর্থাৎ একজন ডাক্তারের বিপরীতে পাচজন মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা সেখানে আমাদের দেশের অবস্থা সম্পূর্ণ উল্টো।বাংলাদেশ গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট সংগঠনের সভাপতি মোঃ আমান উল্লাহ আমান এই দাবী জানান যে বর্তমানে দেশে দশ হাজারেরও বেশি পাসকৃত গ্রাজুয়েট বেকার টেকনোলজিস্ট অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করছে।দেশের উন্নত পি সি আর ল্যাব গুলোতে এসকল গ্রাজুয়েটদের গবেষণা করার সুযোগ দিলে দেশেই অনেক উন্নত মানের কিট তৈরি সম্ভব কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এখন পর্যন্ত ২০১৩ সালের নিয়োগটি পর্যন্ত সম্পন্ন করা হয়নি।তাই মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়েছেন যেন মেডিকেল টেকনোলজিস্টদের সকল প্রকার সমস্যা অতি দ্রুত সমাধান করে ১৮ কোটি মানুষের রোগ নির্নয় নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা