১২ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া :
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর মোহাম্মদ আলী প্লাজা মার্কেটে স্বাস্থ বিধি নিয়ম কানুন মেনে চলছে ঈদের কেনা বেচা।
মঙ্গলবার দুপুরে মার্কেট প্রবেশ পথে এবং মার্কেটের ভিতর বিভিন্ন গলি ঘুরে দেখাযায় মার্কেটের অনেকগুলি গেইটের মধ্যে মাএ দুইটি গেইট খোলা রাখা হয়েছে স্বাস্থ্য বিধি নিয়ন্ত্রনে। প্রবেশ পথে শতভাগ গ্রাহক কে জীবানু নাশক স্প্রে দিচ্ছে মার্কেট কর্তৃপক্ষ । মার্কেটের ইলেকট্রনিক সুপারভাইজার মোঃ সবুজ জানান মার্কেট মালিক পক্ষ থেকে প্রত্যেক দোকানদারকে দূরত্ব বজায় রেখে গ্রাহকদের সাথে বেচা কিনার নির্দেশ নোটিশ দিয়েছেন।
সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলছে এ মার্কেটে কেনাবেচা।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।