July 25, 2025, 2:04 am
সর্বশেষ:
শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা মেঘনা নদীতে চালিভাঙ্গা নৌ পুলিশের অভিযানে জলদস্যু সোহাগ গ্রেপ্তার হোলিস্টিক প্রোটেকশন ট্রেইনিং অন সেফটি অফ জার্নালিস্টস উইদ এ ফেমিনিস্ট অ্যাপ্রোচ

হোমনায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইউএনওর ঈদ উপহার

২৩ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
সৈয়দ আনোয়ার, হোমনা, :
হোমনায় এলাকা থেকে এলাকায় গ্রামের পথে ঘুরে ঘুরে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শাড়ি, শার্ট, লুঙ্গি, ঈদ উপহার হিসেবে বিতরণ করছেন ইউএনও তাপ্তি চাকমা।

আজ শনিবার থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে,ঘুরে দরিদ্র জনগোষ্ঠীর অসহায় মানুষগুলোর মাঝে। শাড়ি,শার্ট, লুঙ্গি,ঈদ উপহার হিসেবে বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাপ্তি চাকমা। আজ উপজেলা সদর, মাথাভাঙ্গা, নিলখী ইউনিয়নের ভিবিন্ন গ্রামের মেঠো পথে ঘুরে ঘুরে এমন অসহায় দরিদ্র মানুষ গুলোর মাঝে এই ঈদ উপহার নিজ হাতে তুলে দেন তিনি।

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের শুরু থেকেই টানা কাজ করে যাচ্ছেন, মানবতার ফেরিওয়ালাখ্যাত ইউএনও তাপ্তি চাকমা। মানুষের দরজায় দরজায় ত্রাণ পৌঁছে দেয়া, হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা, বাজার ব্যবস্থা মনিটরিং করা সহ অসহায় দরিদ্র দুস্থ মানুষগুলোর মুখে হাসি ফোটাতে নিরন্তর চেষ্টা তাঁর।

আজ এই উপহার সামগ্রী বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, ঈদ উপহার সামগ্রী যতটা বরাদ্দ আছে। সেগুলোই এলাকায় এলাকায় ঘুরে ঘুরে দরিদ্র অসহায় জনগোষ্ঠীর মাঝে বিতরণ করছি এবং শেষ না হওয়া পর্যন্ত এই দরিদ্র মানুষ গুলোকে খোঁজে খোঁজে বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা