April 4, 2025, 10:50 pm

রাজধানীর তুরাগে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার,ধর্ষক আটক

২৭ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

মোঃ পারভেজ দেওয়ান ,

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর তুরাগ থানার নলভোগ এলাকায় ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।ধর্ষক ঐ একই এলাকায় বসবাস করতো।

ধর্ষক সম্পর্কে শিশুটির নিকট আত্মীয় বলে নিশ্চিত হওয়া গেছে।

ধর্ষকের নাম মোস্তফা, পিতা আনসার হোসেন,গ্রামের ঠিকানা _ ভূয়ারবাড়ী, থানা সরিষাবাড়ি জেলা জামালপুর।

ধর্ষনের শিকার মেয়েটি বয়স ৬ বছর।পিতা মোঃ রবিউল ইসলাম,, গ্রাম ভূয়ার বাড়ী, থানা সরিষাবাড়ি, জেলা জামালপুর।

স্থানীয় এলাকাবাসী ধর্ষককে আজ বুধবার (২৭-০৫-২০২০) হাতেনাতে ধরে পরবর্তীতে তাকে তুরাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনাস্থল থেকে আটক ধর্ষক মোস্তফা ধর্ষণের কথা শিকার করে।

অন্যদিকে নলভোগ এলাকাবাসী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে।

ঘটনাস্থলে থাকা আশরাফ উদ্দিন জানায়, আমরা এলাকাবাসী ধর্ষকে হাতেনাতে ধরি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা শিকার করে। মোস্তফা আরো জানায় এর আগেও ওই শিশুর সাথে ৩ বার এ কাজ করেছে।এমতাবস্থায় আমরা এলাকাবাসী এর উপযুক্ত শাস্তি চাই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা