ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২০ (স্টাফ রিপোর্টার) :
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয় বলে চট্রগ্রামের পুলিশ কমিশনার মহাবুবর রহমান জানান। তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর ২৮ জুন ঢাকায় পঠিয়ে দেওয়া হয়েছিল মিজানুর রহমানকে। তার স্ত্রী ও সন্তানও ভাইরাসে আক্রান্ত। ২২তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া মিজানুর রহমানই প্রথম এসপি পদমর্যাদার কর্মকর্তা, যিনি করোনাভাইরাসে মারা গেলেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।