July 27, 2025, 3:37 am
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

মেঘনায় জীবনের নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের জিডি

১৩ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : কুমিল্লার মেঘনা উপজেলায় সদ্য সাময়িক বরখাস্ত হওয়া চন্দন পুর এম এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মালেক আখন্দ জীবনের নিরাপত্তা চেয়ে আজ মেঘনা থানায় একটি জিডি করেন। জিডি সূত্রে জানা যায় ফরিদ আজিজ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় পর থেকে আঃ মালেক আখন্দ কে প্রধান শিক্ষক পদ থকে পদত্যাগের জন্য চাপ দেয় কিন্তু তিনি পদত্যাগ না করায় কোন কারন ছাড়াই গত ১৩ জুন ম্যানেজিং কমিটি কোন কারণ ছাড়াই সাময়িক বরখাস্ত করেন। ফলে মালেক আখন্দ সাময়িক বরখাস্ত এর বিরুদ্ধে কোর্টে মামলা করলে ফরিদ আজিজ এর লোক শিবনগর গ্রামের খবির উদ্দিনের ছেলে মোঃ তপন ১১ জুলাই শনিবার চন্দনপুর বাজারের শাহিনের চায়ের দোকানে মাগরিবের নামাজরত সময় মালেক আখন্দ কে গাল মন্দ করে ফলে তিনি প্রানের ভয়ে সেখান থেকে সরে যান তাকে না পেয়ে সঙ্গে থাকা চচন্দনপুর গ্রামের মৃত আহছানউল্লাহ গাজীর ছেলে মোঃ রমজান কে মারধর করে। এমতাবস্থায় আঃ মালেক আখন্দ ও তার পরিবারের উপর যে কোন সময় হামলা হতে পারে ও চরম নিরাপত্তাহীনতার আশংকায় থানায় জিডি করেন। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও চন্দনপুর এম এ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ আজিজের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন জিডি হয়েছে এই বিষয়ে আমি কিছুই জানিনা। আসলে আমি তেমন একটা গ্রামে থাকিনি এটা একটা নোংরা রাজনীতিতে আমাকে জড়ানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা