January 16, 2025, 7:47 pm

হোমনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত।

১৬ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়ার,হোমনা,কুমিল্লা।
কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালনের মাধ্যমে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষে হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম, হোমনা থানার পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা প্রশসানের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী একটি সোনালু গাছের চারা রোপন করে এবং জুম অ্যাপসের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। বেলা ১১ টায় পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিল, যুব ঋণ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে ইউএনও রুমন দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাহিদুল হক দেওয়ানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, জেলা পরিষদের সদস্য ও আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ন-সম্পাদক গাজী ইলিয়াস, সদস্য মাহবুবুর রহমান খন্দকার, মুক্তিযোদ্ধা মো. হুমায়ন কবীর , হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক ও সহকারী শিক্ষক মো. আইয়ুব আলী ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, যুবলীগের আহবায়ক খন্দকার মো. নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক, থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম ভুঁইয়া ও ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকার প্রমুখ ।

পরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২ লাখ ৪০ হাজার টাকা যুব ঋন বিতরণ ও পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা