• শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ড. খন্দকার মোশাররফ হোসেনের গণমিছিলকে কেন্দ্র করে বিএনপি ঐক্যবদ্ধ, সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ মেঘনায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত সদর দক্ষিণ সার্কেল অফিসে পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতালকে জরিমানা, ডেন্টাল কেয়ার সিলগালা সাপ আতঙ্কে মেঘনা সাব-রেজিস্টারের অস্থায়ী অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্থানান্তরের দাবি জনসাধারণের কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকায় সমাবেশ, উন্নয়ন বঞ্চনার অভিযোগ তুলে প্রধান অতিথির কঠোর সমালোচনা গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এখানে যদি দুর্নীতি চায় কি না—এমন গণভোট করি শতভাগ মানুষ ভোট দেবে ‘চাই না’ : দুদক চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহ-নারী বিষয়ক সম্পাদক হালিমা আক্তারের বহিষ্কারাদেশ প্রত্যাহার মেঘনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

দু’শত বর্ষী” তাল গাছ” আজও দন্ডায়মান

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

৪ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : মেঘনা – কাঠালিয়া নদী বেষ্টিত এক সময়ের কুমিল্লার সব চেয়ে নিম্নাঞ্চল হিসেবে খ্যাত চর এলাকা দাউদকান্দি- হোমনা উপজেলার শাসন বারনে বাস করা নদী বেষ্টিত এই ভূখণ্ডের জনগোষ্ঠীর জীবনের আদ্যোপান্ত বিশ্লেষণ করলে পাওয়া যায় অনেক ইতিহাস। প্রকৃতির অভয়ারণ্যে তরুলতা, গাছ পালা, কীট পতঙ্গ, বহু প্রজাতির উদ্ভিদ জগতের সমারোহ এই ভূখণ্ডকে ইতিহাসে আকড়ে ধরে আছে যেমনটি ” একটি তাল গাছ ‘ গ্রামীণ জনগোষ্ঠীর অতিপরিচিত এই গাছ। বর্তমান কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর গ্রামের দক্ষিণ পাশে অহেদ আলী মিয়ার বাড়ির পাশে কাঠালিয়া নদীর দক্ষিণ পাশে একটি বিশাল আকৃতির” তাল গাছ ” যার কোন প্রকৃত মালিকানা নেই, নেই তার বয়সের সঠিক হিসেব তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় তাদের পূর্ব পুরুষদের থেকে শুনা কথা অনুযায়ী কোন প্রজন্ম এর সঠিক বয়সের তথ্য নিশ্চিত বলতে পারেনি তবে ধারণা করা যায় কাঠালিয়া নদীর স্রোতের সাথে তালের আটি পরে এই গাছের জন্ম তখন সেখানে মানব সভ্যতা গড়ে উঠেনি প্রকৃতির স্ব রীতিতে এই গাছটি বেড়ে উঠে যা আজও দন্ডায়মান রাধানগর গ্রাম সৃষ্টির বহু আগে এই গাছের সৃষ্টি। এই গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসবাস রয়েছে এবং এই গাছকে ঘিরে রয়েছে অনেক কথিত ঘটনা, প্রায় দু’শত বর্ষী বৃক্ষ আজও ফল দিচ্ছেন সেই গাছটিতে কেউ তাল পারতে উঠতে পেরেছে বলে তথ্য পাওয়া যায়নি। পাকা তাল পড়ে কুড়িয়ে নিয়ে যায়। তবে গাছ জুড়ে বিভিন্ন ভীতিকর তথ্য থাকায় অনেকেই সেখানে যায়না। আবার অনেকে মানত করে ফল পায় ফলে গাছের নিচে মানত পন্য, দ্রব্য গাছের নিচে রেখে আসে। আবার কেউ কেউ সনাতন ধর্মাবলম্বীদের সকাল বিকাল পূজা করার কথা ও শুনা যায়। বয়সের ভারে ন্যুব্জ নয় এখনো সতেজ ফলন দিচ্ছেন ভরা যৌবনে। কালের সাক্ষী এই পুরনো প্রায় দু’শত বছরের তাল গাছ একটি ইতিহাসের পাতায় রচিত হতে পারে। বয়ে আনবে মেঘনার ঐতিহাসিক বাস্তবতার ভিন্ন ইতিহাস। গাছটিকে ঘিরে নতুন প্রজন্মের কাছে বিনোদনের গাছ হিসেবে ও কম পরিচিত নয়, সেল্ফিবাজ’ এইচ কে “রা দূর থেকে সেলফি তুলে নিজেরা বিনোদিত হচ্ছে এইচকের তুলা ছবিটি সংবাদে তুলে ধরা হয়েছে। এই গাছটি ঘিরে অধিকতর গবেষণায় বের হয়ে আসতে পারে আরও অজানা তথ্য যা স্থানীয় প্রশাসন উদ্যোগ নিলেই সম্ভব। এবং গাছটিকে সংরক্ষণের দায়িত্বে প্রশাসনকে এগিয়ে আসার আহবান জানান বৃক্ষপ্রেমিকরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন