৫ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য মাইকিং করা হয়েছে। আজ সোমবার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে গ্রাম পুলিশ হযরত আলী তার সহযোগী নিয়ে জনসাধারণের উদ্যেশ্য এই মাইকিং করা হয়। মাইকিং করে যা বলা হয় : “আগামী কাল থেকে টেক্স উত্তোলন শুরু, সকলে টেক্স পরিশোধ করুন ইউনিয়নে সেবা গ্রহণ করুন , টেক্স পরিশোধ করা নাগরিক দায়িত্ব , তাই সকলে টেক্স পরিশোধ করুন ”
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।