December 20, 2024, 4:05 pm
সর্বশেষ:
মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ! মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ৬৪কেজি গাজাসহ ২৫৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন সেই মছুর আলী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা পেলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার দুর্ঘটনায় হাত হারানো মছুর আলী।

আজ রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রধানমন্ত্রীর দেওয়া এক লাখ টাকার চেক মছুর আলীর হাতে তুলে দেন।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, গত সেপ্টেম্বরে পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদানের জন্য আবেদন করা হয়। সম্প্রতি মন্ত্রী বাড়িতে আসার সময় অনুদানের চেকটি নিয়ে আসেন।

মছুর আলীর বাড়ি জুড়ী উপজেলা সীমান্তবর্তী ডুমাবাড়ি গ্রামে। গত ২০ আগস্ট দুর্ঘটনার শিকার হন তিনি। প্রতিদিনের মতো ওই দিন ধান মাড়ানোর মেশিন নিয়ে বাড়ি থেকে বের হন। এক বাড়িতে ধান মাড়ানোর সময় হঠাৎ তার ডান হাতটি মেশিনের ভেতর চলে যায়। সঙ্গে সঙ্গে হাতের কনুই পর্যন্ত ভেঙে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পাঁচ দিন পর মছুরের ডান হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা হয়। কয়েকদিন চিকিৎসা করিয়ে টাকার অভাবে বাড়িতে নিয়ে আসেন তার পরিবার।

এ সংবাদ স্থানীয় কয়েকটি গণমাধ্যমে প্রচার হলে তা জুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিনের দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রী কাছে আবেদন করলে মছুর আলীর নামে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান থেকে এক লাখ টাকার চেক পাঠানো হয়।

মছুর আলী বলেন, প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে তিনি খুশি। যারা তাকে প্রথম থেকে সহযোগিতা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

একই গ্রামের আব্দুল মালিক মছুর আলীকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন। তিনি বলেন, দেশ-বিদেশ থেকে মছুর ভাইকে অনেকে সহায়তা করেছেন। তবে তার চিকিৎসার জন্য আরও কিছু টাকা লাগবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা