• রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেনা-গণমাধ্যমকর্মীদের মতবিনিময়ে মেঘনায় অপরাধীচক্র চাপে মদদদাতারা আতঙ্কিত বিভেদ নয়, দিকনির্দেশনার রাজনীতি চান তারেক রহমান মেঘনা উপজেলার সংবাদকর্মীদের সঙ্গে সেনা ক্যাম্প কমান্ডারের মতবিনিময় মেঘনায় আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান ফরম–‘ক’ অনুযায়ী বৃক্ষ কর্তনের অনুমতির আবেদন বাধ্যতামূলক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টানা উত্তরাঞ্চল সফর শুরু ১১ জানুয়ারি কৃষিজমির উপরি-স্তর কাটলে জেল-জরিমানা ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

চুমু নিয়ে আপত্তি, বিগ বস বন্ধের দাবি

নিজস্ব সংবাদ দাতা / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’। কিছুদিন আগে শুরু হয়েছে এর ১৪তম সিজন। তবে এটি বন্ধের দাবি করেছে রাজপুত করনি সেনা।

‘বিগ বস’ সঞ্চালনা করেন বলিউড সুপারস্টার সালমান খান। নানা কারণে আলোচনায় থাকা এই শো নিয়ে বিতর্কেরে শেষ নেই। এবার এই অনুষ্ঠানের বিরুদ্ধে লাভ জিহাদ (মুসলিম ছেলে/মেয়ে প্রেমের ফাঁদে ফেলে অন্য ধর্মের ছেলে/মেয়েদের বিয়ে করে ইসলাম ধর্মে রূপান্তরিত করে এমন ধারণা) প্রশ্রয় দেওয়ায় অভিযোগ তুলে এটি বন্ধের দাবি জানিয়েছে ভারতীয় কট্টরপন্থী এই সংগঠনটি।

দর্শকদের নজর কাড়তে সব রকম চেষ্টাই করছেন ‘বিগ বস ১৪’-এর প্রতিযোগীরা। ইতোমধ্যে এজাজ খান ও পবিত্র পুনিয়ার রসায়ন বেশ জমে উঠেছে। কিন্তু তাদের এই বিষয়টিই ঠিকভাবে নেয়নি করনি সেনা।

সম্প্রতি অনুষ্ঠানটির একটি পর্বে এজাজ ও পবিত্র পুনিয়ার চুম্বন দৃশ্য ভাইরাল হয়েছে। এরপরই নির্মাতাদের বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ তোলে করনি সেনা। পাশাপাশি তারা দাবি করে এই শোয়ের মাধ্যমে লাভ জিহাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এরপর ‘বিগ বস’ আসরটি বন্ধের দাবি জানানো হয়। এছাড়া নির্মাতাদের একটি আইনি নোটিশও পাঠানো হয়েছে।

কিছুদিন আগে অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী’ সিনেমার নাম নিয়ে আপত্তি জানিয়েছিল সংগঠনটি। শুরুতে সিনেমার নামের সঙ্গে ‘বোম্ব’ শব্দটি ছিল। কিন্তু পরে আপত্তির মুখে শব্দটি বাদ দেওয়া হয়। এছাড়া প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম’ সিরিজের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তোলে তারা। এই সিরিজও বন্ধের দাবি করে। যদিও ‘আশ্রম’ সিরিজটি দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন