January 21, 2025, 4:03 am
সর্বশেষ:

মেঘনায় মহিউদ্দিন হত্যার বিচার দাবিতে বাংলাদেশ মানবাধিকার কমিশন মেঘনা শাখার মানব বন্ধন

 

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম

,মহসিন ভুইয়া : কুমিল্লার মেঘনা উপজেলায় পল্লি চিকিৎসক মহিউদ্দিন হত্যার বিচার দাবিতে বাংলাদেশ মানবাধিকার কমিশন মেঘনা উপজেলা শাখার মানব বন্ধন ও আসামীদের গ্রেফতার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রধান করেন। আজ শনিবার সকাল ১১ টায় মেঘনা উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন মেঘনা উপজেলা মানবাধীকার কমিশনের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক মাহবুব উল্লাহ শিকদার, উপদেষ্টা আব্দুল খালেক মাষ্টার, সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মো: মিজানুর রহমান, সাবেক আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবির হাসান সোহেল সহ আরও মানবতাবাদীকর্মীরা।এ সময় চন্দনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও নিহত মহিউদ্দিন এর পরিবার মানব বন্ধনে একাত্মতা প্রকাশ করে যোগ দেন। মানব বন্ধন শেষে মানবাধিকার নেতৃবৃন্দ     মেঘনা থানা অফিসার ইনচার্জ এর নিকট স্বারকলিপির অনুলিপি প্রদান করেন। উল্লেখ্য গত ১২ ই নভেম্বর উপজেলার চন্দনপুর ইউনিয়ন এর শিবনগর গ্রামের পল্লি চিকিৎসক মহিউদ্দিন কে জমি সংক্রান্ত শালিসে ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ মাষ্টার এর উপস্থিতিতে লুৎফুর রহমান গংরা মহিউদ্দিনের পরিবারের উপর হামলা চালায় এতে মহিউদ্দিন সহ কয়েকজন আহত হলে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন কে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা