January 21, 2025, 7:32 am
সর্বশেষ:

ভবেরচর সম্ভাব্য মহিলা মেম্বার প্রার্থী হিসাবে সকলের দোয়া চান স্মৃতি আক্তার…

৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,  গজারিয়া প্রতিনিধিঃ

আসন্ন ভবেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী হিসাবে স্মৃতি আক্তার এলাকাবাসীর দোয়া ও ভালো বাসা কামনা করেন। তিনি সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চান। নির্যাতিত নারী সমাজের কল্যাণে তাদের সহায়তায় হাত বাড়াতে চান। জানা যায়, সম্ভাব্য মহিলা মেম্বার প্রার্থী স্মৃতি আক্তার ১৯৯৩ সালের ১৬ মার্চ গজারিয়া উপজেলা ভবেরচর ইউনিয়নের ভবেরচর মধ্যে পাড়া এলাকায় সম্ভ্রান্ত প্রধানবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে অত্যন্ত নম্র-ভদ্র ও শান্তশিষ্ট ছিলেন।

স্মৃতি আক্তার ছাত্রজীবন থেকেই রাজনীতির অঙ্গনে পা রাখেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-মহিলা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন (বৃহত্তর মুন্সীগঞ্জ অঞ্চল) মহিলা ইউনিট এর প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন।বিবাহিত জীবনে ২ কন্যা সন্তানের জননী। এ প্রসঙ্গে সম্ভাব্য মহিলা মেম্বার প্রার্থী স্মৃতি আক্তার মুঠোফোন বলেন, প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস এমপি’র একনিষ্ঠ কর্মী হয়ে এলাকার উন্নয়নকে আরো এগিয়ে নিতে চাই। এজন্যে তিনি ভবেরচর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী হয়ে নির্বাচন করতে চান। দলের নেতা-কর্মী ও ওয়ার্ড বাসীর সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা