July 12, 2025, 4:12 pm
সর্বশেষ:
তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি

বাবা ইমরান হাশমি, মা সানি লিওন!

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বলিউডের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইমরান হাশমি ও সানি লিওন। ‘বাদশাহো’ সিনেমায় ‘পিয়া মোরে’ গানে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। পর্দায় ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত হাশমি ও সেনসেশন সানি লিওনের রসায়ন দেখতে অধির আগ্রহে অপেক্ষা করেন দর্শক।

তবে সম্প্রতি ইমরান হাশমিকে বাবা ও সানি লিওনকে মা হিসেবে পরিচয় দিয়েছেন এক যুবক। ২০ বছর বয়সি এই যুবকের নাম কুন্দন কুমার। তিনি ভারতের মুজাফফরপুরের ধনরাজ মাহতা ডিগ্রি কলেজের বিএ (ব্যাচেলর অব আর্টস) শিক্ষার্থী। এটি ভিম রাও আমদেকার বিহার ইউনিভার্সিটির অধিভুক্ত একটি কলেজ।

সম্প্রতি তার দ্বিতীয় বর্ষের একটি পরীক্ষার প্রবেশপত্রে বাবার নামের স্থানে ইমরান হাশমি ও মায়ের নামের জায়গায় সানি লিওনের নাম লেখেন কুন্দন। এই প্রবেশপত্রের একটি স্ক্রিশশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। এমন ঘটনায় হতবাক তারা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাম কৃষ্ণ ঠাকুর বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করার নির্দেশ দিয়েছি। এটি অবশ্যই দুষ্টামি করে করা হয়েছে এবং সেই শিক্ষার্থী এজন্য দায়ি। তদন্ত প্রতিবেদনের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এই খবরের একটি লিংক মাইক্রোব্লগিং সাইট টুইটারে শেয়ার করে ইমরান হাশমি লিখেছেন, ‘আমি প্রতিজ্ঞা করে বলছি সে আমার ছেলে না।’

যদিও তারকাদের নিয়ে এমন কাণ্ড নতুন নয়। এর আগে ভর্তি পরীক্ষার মেধা তালিকায় শীর্ষস্থানে সানি লিওনসহ অনেক তারকার নাম দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা