December 18, 2024, 11:23 am
সর্বশেষ:
মেঘনায় মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে বিএনপির দুই গ্রুপের আলাদা শ্রদ্ধাঞ্জলি  মেঘনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত প্রশাসনের প্রতিটি সেক্টরে আওয়ামীলীগের দুসর : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনার মাটি- মোশাররফ স্যারের ঘাটি শ্লোগানে মুখরিত মানিকার চর বাজার দৌলত হোসেন সরকারি স্কুলের প্রতিষ্ঠাতার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত গাছে ফেস্টুন লাগানোর দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা: ২৪ ঘন্টায় সকল ফেস্টুন সরানোর নির্দেশ বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনায় জনাকীর্ণ সেতু নির্মাণের আশায় দেড় যুগ! মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ৬৪কেজি গাজাসহ ২৫৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার, গ্রেপ্তার ৫

করোনা: মাসে ৩ হাজার করে টাকা পাবেন দুস্থ শ্রমিকরা

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনা মোকাবিলায় রপ্তানিমুখী পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের কর্মহীন ও দুস্থ শ্রমিকরা মাসিক ৩ হাজার টাকা হারে তিন মাস আর্থিক সহায়তা পাবেন। অনুদানের অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় এ অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মান সরকার।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কাছে অনুষ্ঠানিকভাবে একটি চুক্তিপত্র হস্তান্তর করা হয়েছে।

গত ২ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘সাপোর্ট টু ন্যাশনাল সোশ‌্যাল সিকিউরিটি স্ট্র্যাটিজি রিফর্ম ইন বাংলাদেশ’ প্রোগ্রামের চুক্তির অ্যাডেন্ডাম নাম্বার ১ স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পক্ষে সচিব বেগম ফাতিমা ইয়াসমিন ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে অ‌্যাকটিং ডিরেক্টর ফর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন জেইন লুইস ভিলে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় কোভিড-১৯ মোকাবিলায় রপ্তানিমুখী পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ সরকারকে ১১৩ মিলিয়ন ইউরো অনুদান দেওয়া হবে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন দেবে ৯৩ মিলিয়ন ইউরো এবং ফেডারেল জার্মান সরকার দেবে ২০ মিলিয়ন ইউরো। সরকার ইতোমধ্যে নতুন এ সামাজিক সুরক্ষা কার্যক্রমের নীতিমালা জারি করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ শ্রম অধিদপ্তর চারটি শিল্প সংগঠনের সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে। চলতি ডিসেম্বরেই অনুদান দেওয়া শুরু হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা